লেখক – লাবিব মাহফুজ চিশতী
তরিকত তথা সুফিবাদের মৌলিক ধারণাটি খুবই সহজ। স্রষ্টা আমাদের সৃজন করেছেন, লালন করছেন, আমাদের আত্মিক মুক্তি ও উৎকর্ষতা অর্জনের জন্য নবী রাসুল পাঠাচ্ছেন, তাদের অনুসরণ-অনুকরণে আমরা এ নশ্বর জগতে থেকে চিরন্তন মুক্তির ধাম তথা মানবী জান্নাতে অধিষ্ঠিত হওয়ার শিক্ষা লাভ করছি।
হযরত আলী হুজাইরি (দাতা গঞ্জে বখশ) বলছেন, “মানুষের মধ্য থেকে পরম করুণাময় তাঁর বন্ধু নির্বাচন করেন এবং অন্যদের পথ প্রদর্শনের নিমিত্ত নিযুক্ত করেন। তাদের বৈশিষ্ট হলো, তারা জাগতিক সর্বস্ব ত্যাগ করে ভালোবাসা ও ভক্তির জন্য জিবনকে উৎসর্গ করেন। মানুষ এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন, তাদের হাত ধরেই মানুষ হয়ে ওঠে মহামানুষ। তাদেরকেই ওলী বলে। পৃথিবী যেদিন ওলীশূণ্য হবে, সেদিনই হবে কিয়ামতের প্রথম ভোর।”
চিশতী সুফিধারা অনুযায়ী, মানুষ ও স্রষ্ঠার মাঝে এগারো টি স্তর বা পর্দা (হিজাবাত) রয়েছে। এই এগারো টি পর্দার উন্মোচণেই মানব অন্তকরণে আসবে জ্যোতির ফোয়ারা। মানুষ হবে অতিমানুষ তথা প্রভুময়।
রচনাকাল – 10/10/2022
লেখক – লাবিব মাহফুজ চিশতী