বাতায়ন – সাজলে সাধুর সাজ

গোলাম রাশেদ

সাজলে সাধু পাবি সাজা
সাধুর কর্ম তোর না হলে,
রঙের পোশাক লেংটি পরলে
তারে কী আর সাধু বলে।

সাধুর পোশাক গায় পড়িয়া
সাজলে তুমি সাধুর যে সাজ,
তোমার মধ্যে যায় না পাওয়া
এই ভবেতে সাধুর যে কাজ।

লাল সালু আর সাদা ও গেরুয়া
রঙের পোশাক গায়ে পরে,
গলায় মালা হাতে লোটা
নিয়ে বেড়াও ঘুরে ঘুরে।

সাধুর সাজে সেজে ভবে
কথা কাজে কোন মিল নাই,
কামুক স্বভাব দেহের ভিতর
লক্ষ্য করে দেখতে গো পাই।

মাইয়া নিয়ে নিত্য দিনে
রঙ্গলীলায় মগ্ন হয়ে,
কামিনীর ঐ কাম সাগরের
মাঝে দিন যায় তোমার বয়ে।

কু-মন্ত্রণা কু-ভাবনা
তোমার মনে থাকে সদায়,
লোভ লালসা কাম কামনা
মনে মাঝে ঘুরে বেড়ায়।

তর্কের বেলায় মস্ত পন্ডিত
কাজে বেলায় নাই তো কিছু,
মিথ্যা কথা বলে লোকের
ঘোড়াও তুমি পিছু পিছু।

অর্ধমের সব শিক্ষা দিয়ে
সমাজ কে ভাই করলে নষ্ট,
তোমার কথার প্যাঁচে পড়ে
হলো কত লোক পথ ভ্রষ্ট।

থাকতে সময় না করিলে
মহান প্রভুর দেওয়া ধর্ম,
মানব কূলে এসে ভবে
বৃথা করলে মানব জন্ম।

সাধুর লেবাস ছেড়ে তুমি
দেহে প্রভুর দাও গো আসন,
দেহের মাঝে থাকলে প্রভু
সুখে হবে তোমার মরণ।

আপন খবর