কবিতা – সে তো নেই

লাবিব মাহফুজ

বৃষ্টিস্নাত রাতে
দুটো জানালার মধ্যেে
একটা জানালা খোলা ছিল!
টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে, বসেছিলাম।
বৃষ্টির ছোট ছোট ফোঁটাগুলো গায়ে লাগছিল।
শিউরে উঠছিলাম বারবার।

হঠাৎ, দমকা হাওয়ায়
জানালাটা পুরো খুলে গেল।
তাকাতেই আবার শিউরে উঠলাম।
ঘন কালো চুল বাতাসে উড়ছিল
হাত বাড়াতেই যেন ঘুরে দাড়ালো সে!
হয়তো মিষ্টি হেসে – তারপর?

শুধু বৃষ্টির অবিরাম ফোঁটা, জানাচ্ছিল আমায়
সে তো আর নেই,
চলে গেছে জানিনা কোথায়।

রচনাকাল – 08/09/2012

আপন খবর