কবিতা – দীপ্তিমান তারুণ্য

লাবিব মাহফুজ

দেশের ক্রান্তি লগ্নে আমি তরুণ সবুজ প্রাণ
গাইবো আমি দৃঢ় কন্ঠে তারুণ্যের জয়গান।

রক্তক্ষরণ আজো আমার সারা বক্ষ জুড়ে
ব্যর্থ আমি পরাভূত স্বাধীন বাংলার পরে।

মাটির কূয়োয় বন্দী আমি, তারুণ্যে শিহরণ
তারুণ্য যৌবন বন্দি খাঁচায়, যেথা অসত্যের আগ্রাসন।

দেখেছিলাম সালাম বরকত জব্বার রফিকের চোখে
যৌবনের গান গেয়েছিল ওরাই, দেশের স্লোগান ‍মুখে।

দেখেছিলাম আসাদ মতিউর মোস্তফা মোহাম্মদ
রক্তের শিহরণে ভেঙে চুরমার পাকিস্থানের অবরোধ।

তারুণ্যকে জয় করেছিল ওরাই, ওদের দূর্জেয় প্রাণ
সসীমের মাঝেও অসীম ওরা, মুক্তির বাধনে সসম্মান।

কিন্তু আজ …
আমারি মতো শত সন্তান, লভিয়ে তরুণ প্রাণ
তারুণ্যের প্রতি একি অবহেলা, অবজ্ঞায় অসম্মান।

চির আকাঙ্খিত তরুণ মোরা মাতৃভূমির তরে
আকাঙ্খার ধন বিসর্জন দিয়ে, নির্লজ্জতায় বুক ভরে।

ত্যাজিয়ে সুন্দর আজ সহস্রপ্রাণ, কালোছায়া বুকে ধরে
তিলে তিলে নাশে আদর্শ সাহস, অন্যায় স্পৃহায় বুক ভরে।

আবদ্ধ কারাগারে তারুণ্য আজ, রুক্ষ মূর্তি সম
অন্ধ বিবেকে জন্মান্ধ ধরা, সবি লাগে বিষম।

আশাহত সকলি নিরাশায় উন্মাদনা বুকে
সত্যরে ছেড়ে, ন্যায়েরে ছেড়ে, পড়ে আছি বিপাকে।

স্তব সকলের আসুক ফিরে তরুণ অতীত আত্মজ্ঞান
শাখে শাখে ফুল হয়ে ফুটুক তারুণ্য, সত্য দীপ্তিমান।

রচনাকাল – 08/08/2014

আপন খবর