সংগীত – মানব তন মুসাল্লা করে

লাবিব মাহফুজ

মানব তন মুসাল্লা করে
নামাজ পড়ে খোদ খোদায়
মোহাম্মদী বরযখ পানে
সেজদা খোদার হয় আদায়।

মনরে, কি মহান এক কারিগরি
এস্ক জোশে এরাদা ধরি
মাশুকেরি রূপ সাজাইতে
আকুল হলেন দয়াময় –
হুহুংকারে ঝংকার দিয়া
পঞ্চনুক্তা সাজাইয়া
মোহাম্মদী সুরত দিয়া
আশেক হলেন খোদ খোদায়।

মনরে, গঞ্জমুখফি পুশিদার গোলা
নূরেতে নূর হয় উজালা
আরেফেলে করতে প্রকাশ
এলেন নাসুত দরিয়ায় –
এথায় ফুল ফুটিল মোহাম্মদী
হুয়াল হাদী আহাম্মদী
সে নূর জান্নাতী এক সুরত লইয়া
বিরাজ করে জগতময়।

মনরে, ঐ রূপ পানে দিয়া নয়ন
খোদায় সদা আছে মগন
মোহাম্মদী বরযখ ধরে
পড়তে নামাজ সর্বময় –
লাবিবের এই দেহ ভূবন
পরোয়ারের সালাত আসন
মোহাম্মদী কাবায় মাওলা
নিরবধী ধ্যানে রয়।

রচনাকাল 30/09/2023

আপন খবর