আপন ফাউন্ডেশন

সংগীত – কলেমা হল বৃক্ষ সম

Date:

Share post:

লাবিব মাহফুজ

কলেমা হল বৃক্ষ সম, আসমান জমিন জুড়ে রয়
তাহকিক করে পড়লে কলেমা, সেজনা তার দেখা পায়।

সে কলেমার, আসমানে শাখা বিস্তৃত, জমিনে শিকড় প্রোথিত
ফল ধরে তার এশকের ডালে, আশেক জনা সে ফল খায়।
নফি এসবাত জানলে জানবি, সে কালেমায় খোদা রয়।

মান কালা লা ইলাহা বলে, মাওলা কলেমার স্বরূপ ধরলে তুলে
বারো হরফ লইয়া প্রভু, কলেমা বৃক্ষে লয় আশ্রয়।
পাঁচ সাতের প্রেম বাগানে, লুকাইল প্রেমময়।

দয়াল নবী হতে মাওলা আলী, কলেমার হাকিকত লইল তুলি
হাসান বসরী পাইয়া তালিম, বিলাইল জগৎময়।
অধম লাবিব বলে কলেমা দেখ, গুরুরূপে সর্বময়।

রচনাকাল – 12/10/2022

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles