লেখক – লাবিব মাহফুজ চিশতী
তারা কেনো মাজার ভাঙ্গে জানেন? পেঁচা যেমন সূর্যালোক ভয় পায়, তারাও মাজারকে ভয় পায়। কারণ, মাজার কেন্দ্রিক সুফি ধর্মবিশ্বাস সমাজে প্রতিষ্ঠা পেলে তাদের ওয়াজ ব্যবসা, ইমামতি ব্যবসা, মাদ্রাসা ব্যাবসা থাকবে না।
মানুষ মাজার অভিমুখি হলে কাঠমোল্লাদের দু’লাইন মুখস্ত আরবীভাষার বাহাদুরি সমাজে থাকবে না।
অন্তঃসারশূন্য নিছক দাসত্বের ফাঁকিবাজি থাকবে না।
মানুষ মাজার অভিমুখি হলে দেশ জাহিলিয়াত মুক্ত হবে।
তাই জাহিলিয়াতের অনুসারী সন্ত্রাসীদের প্রথম ও মূল লক্ষ্য হলো মাজার সমূহকে নিশ্চিহ্ন করা। যাতে তাদের জাহিলিয়াত প্রতিষ্ঠা সহজ হয়।
☞ সত্য কখনোই হারিয়ে যায় না। স্বমহিমায় চিরভাস্বর থাকে। ওদের মিথ্যা জাহিলিয়াতের বাহাদুরি অবশ্যই থামবে। সত্যের জয় হবেই।
লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – আপন খবর পত্রিকা