আপন ফাউন্ডেশন

সংগীত – চল যাই মাওলারি সন্ধানে

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

চল যাই মাওলারি সন্ধানে
এশকে মাওলায় প্রভূ আমার, বসে আছে নিরজনে।

অনন্ত রূপ জ্যোতিরই বাহার
দেখলে সে রূপ সকল ভূলে ছাড়বি বাড়িঘর।
সেই রূপ মহিমা খুব চমতকার, দেখতে পাবি কাব কাওসিনে।

মোকাম মাহমুদারই মোরাকাবার ঘর
এরাদাতে রূপের নিরিখ, রেখ নিরন্তর।
জ্যোর্তিময় সে রুপের ভান্ডার, দেখতে পাবি ত্রিনয়নে।

আইনী ছালাত ধ্যানেতে দীদার
ভূবন মোহন রূপের খনি, মুর্শিদ চাঁন আমার।
লাবিবের মিছে অহংকার, দিন ফুরায় বিনা সাধনে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 07/08/2025

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles