লেখক – লাবিব মাহফুজ চিশতী
এ সময়ে দেশে কোন সুফি বা সত্যধার্মিক নিরাপদ নয়। সবাই সাবধানে থাকবেন।
আর যারা বুদ্ধিমান, তারা তো গর্তেই লুকাচ্ছে, তাদের ভয় নেই৷
“এই দুঃসময়ে যারা সত্য বলা থেকে বিরত থাকবে, তারা যেনো কভূ নিজেকে সুফি পরিচয় না দেয়”
সত্যটা স্পষ্ট যে, “তৌহিদী জনতা নামক ওহাবী, এজিদি, খারিজি দাজ্জাল চক্র বাংলার জমিন থেকে দ্বীন ইসলাম কে উৎখাত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারই ধারাবাহিকতায় তারা মাজার ভাঙচুর করছে, যেসব মাজারে শায়িত সুফিগণ ধর্মের খুঁটিস্বরূপ, সেসব মাজারে চালাচ্ছে লুটতরাজ, করছে অগ্নিসংযোগ। পরিকল্পিতভাবে হত্যা করছে খাদেম, পাগল, সুফিদেরকে৷ হামলা করছে সুফি মাহফিলে।
তাদের একটাই উদ্দেশ্যে, বাংলাকে ধর্মশূণ্য করা, বাংলায় উগ্র মোল্লাতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যযুগীয় বর্বর ওহাবী শাসন-শোষন কায়েম করা, ওহাবী সালাফী অন্তঃসারশূণ্য অধর্ম কায়েম করা।
প্রতিটি সত্য-ধর্ম-সাধকের দায়িত্ব এ দুঃসময়ে নির্ভিক ও সাহসী হয়ে সত্য উচ্চারণ করা। মিথ্যা-অধর্ম তথা এজিদি-ওহাবীদের মুখোশ খুলে দেয়া।
মনে রাখবেন, এ দেশ সুফিদের, এ মাটি ওলীদের, এ ধর্ম পাক পাঞ্জাতনের। জয় হোক চিরসত্যের।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
পরিচালক – আপন ফাউন্ডেশন
সম্পাদক – আপন খবর পত্রিকা
