লাবিব মাহফুজ
জান মন আত্মার ভেদবিচার
না জানিয়া আত্মকথা –
জিবন ব্যর্থ তার।
আত্মা হয় খোদার নিদর্শন
কোরানে বলছে রহমান
যে মেনেছে পবিত্র ফরমান
সেইতো বান্দা হয় খোদার।
আত্মা রূপ অস্তিত্বে মিশে
পরোওয়ারে আছে বসে
সাধনায় আসে প্রকাশে
নয়ন শীতল তখন তার।
ভজ মুর্শিদ নিরবধি
দয়াল কৃপা হয় গো যদি
আত্ম রূপ দর্শনও পাবি
অধম লাবিব কয় ভাগ্য হয় যাহার।
রচনাকাল – 12/12/2014