লাবিব মাহফুজ
আশেক তোমার আমি বন্ধু
ফিরাইওনা আমারে,
জিবন মরণ সপেছি তোমায়
ফেলনা ঘোর আধারে।
আপন চিন্তায় থাকবে ডুবে
নবী আর সব পয়গম্বর
কঠিন সেই হাশর ময়দানে
তুমিই করবে পাপি উদ্ধার।
যেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলে
কাঁদবে সকল জীন ইনছান
তুমিই নবী উম্মত তরাইতে
পাপীর চিন্তায় পেরেশান।
নবী তুমি বিনে এমন দয়াল
ভবে আর কোথায় পাব
অধম লাবিব হয় পারেরও কাঙাল
ঘাটে বসে রাসুল ভাবো।
রচনাকাল – 08/05/2013