লাবিব মাহফুজ
আমরা মুসলমান
দশ দিগন্তেই উড়বে মোদের
বিজয় নিশান!
আজ যত গ্লানি, এই বিশ্বে, মুসলমানের তরে
আমাদের যত অপমান,
দ্বিধা বিভক্ত আর সন্ত্রাসী নামে
আজকের অসম্মান –
কাল থাকবে না।
ঢাল আর তলোয়ার হাতে
আসছি আমরা সেই মুসলমান,
অন্যায়কে ভূমিসাৎ করতে
ফিরে পেতে অধিকারের স্থান।
আবার বুকের রক্ত দেবো
অর্জিত হবে অধিকার,
মুষ্ঠিবদ্ধ হাতে কন্ঠে স্লোগান
আল্লাহু আকবার।
রক্তের পিপাসা আজ মন্থর বুকে
অশ্রু নয়নে শত্রুর আহ্বান,
এ শত্রু যে বাহিরের নয়
নামে এরাও মুসলমান!
আত্মঘাতি বোমা আর বিদেশী অস্ত্র হাতে
দেশের বুকে সাজে যারা নর পিশাচ,
সেতো মুসলমান নয়
সে শান্তির শত্রুর দাস!
ইসলাম সেতো পরশ মানিক
বুকে নাই যার কোনো ভুল,
তারি বুকে বসে আজ তোমরা
পেয়েছো সন্ত্রাসী কূল!
যুগে যুগে চলে গেছে কত ইতিহাস
নতশীরে করি তা স্মরণ,
মোরা সেই মুসলমান, যারা জোর করে নয়
আপনা পেয়েছে সিংহাসন।
সত্যের পথিক ন্যায়ের দিশারী
আজকে আমরা হলে,
কালকে আসবে এই সিংহাসন
আমাদের পদতলে।
একই আল্লাহ, একই রাসুল
একই কান্ডারী মোদের,
একটাই দল আমরা মুসলমান
শান্তির ধর্ম আমাদের।
এই শান্তির বুকে আনবে যে ডেকে
অশান্তির আগ্রাসন,
ধর্মী বিধর্মী যেই হোক সে
তার রক্ত করবো পান।
হয়তো মরবো মিথ্যার হাতে
করিনা তাতে ভয়,
পেছনের সহস্র প্রাণের পূজায়
শান্তি জিতবে নিশ্চয়।
আজ কারো ক্ষমা নাই, যারা শাসক
ক্ষমতার অপবাবহারে কলুষিত করেছে শান্তি,
আসন্ন প্রলয় শিখার প্রদীপ্ত বানে
নেই তাদের কোনো মুক্তি।
মুসলিম হয়ে মুসলিমের অধিকার
মুসলিমের অসম্মান,
করেছে, সয়েছ, দেখেছ হয়তো
ছিলে নিশ্চুপ, ম্রিয়মাণ!
বিদেশীর শোষন, বিদেশীর শাসন
ইচ্ছার প্রতিফলন,
সয়েছি অনেক ছিলনা হয়তো
মাতৃমুক্তিপণ!
কিন্তু বুকে আজ ঝলসে ওঠে
আগ্নেয়গিরি দাবানল,
হলে বিস্ফোরণ, বাঁচবে না তো কেউ
হোক সে শাসক, কিংবা শোষক দল!
বুকের তাজা রক্তে লিখবো আবার
নতুন ইতিহাস,
পাতায় পাতায় যার, সুমহান আদর্শ
শান্তির জয়োল্লাস!
রচনাকাল – 13/10/2012