সংগীত – রূপ যেনো তার নয়নে মোর

লাবিব মাহফুজ

রূপ যেনো তার নয়নে মোর
সদায় আকাঁ রয়,
আমি নিরবধি হেরী যেনো
শ্রী রূপ সর্বময়।

জনম জনম নাম জপিয়া
হবে কি আর ফল
রূপ যদিনা রয় নয়নে
সবই তো বিফল
দীলের ঘরে জাগাও তারে
রূপে রসে নিরঞ্জন।

রূপ রহে যার নয়ন পটে
সেই তো ভবে প্রেমিক জন
তার ভিতর বাহির রয় ব্যাপিত
দয়াল রূপের নিরঞ্জন
চাও যদি মন চাইতে তারে
থাক রূপ নিহারে সর্বদায়।

রচনাকাল – 10/08/2018

আপন খবর