সংগীত – এমন মধূরও সরস বরষায়

লাবিব মাহফুজ

এমন মধুরও সরস বরষায়
জাগে চকিত-শিহরণ, মৃদুমন্দ-বায়
মাধবীলতায়!

কে গো ভাটি সুরে গান গেয়ে যায়
ব্যাথা জাগানিয়া পরণ কথায়
পরশ-বিধুরতায়!

কে আনে হেন অনুতাপরাশি
বক্ষফাটা আর্তনাদ, শুধু ভালোবাসি!
শুধু একা একা, ডেকে যাওয়া হায়!

এহেন নিঠুর বাদল-মেঘক্ষণ
সে বিহনে,
কাটিতে না চায়!

দিগন্তরেখার নিঃসঙ্গ তরু সম
ভিজিতেছে প্রাণ, সর্বাঙ্গ মম!
অনিকেত বরষায়!
যদি হৃদ কৈলাসে আসে প্রিয়তম,
ভিজায়ে বাদলে প্রাণ,
ভাসে নিরুপম ভাসিব, প্রেম যাতনায়!

রচনাকাল – 12/11/2021

আপন খবর