লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
সে কি শুনবে আমার কন্ঠ ছাওয়া
সুর লহরীর তালে গাওয়া,
বিষ বাশরীর সুরধ্বনীর
হৃদয় বনে সাধা সুর,
তবু আশায় তারি বুকের ঘরে
করে শুধু পরাণ দূর।
2.
জীবন প্রাণের রুধির ধারায়
সিক্ত যে আজ মরণ সুধায়
মোর তিলে তিলে গড়ে তোলা জীবন প্রাসাদ
ধূলায় লুটায়ে আজ
লভিতেছি নব সাজ।
3.
হারাইতে আপনারে বাসনা আমার
তোমার তরেতে তাই সঁপিলাম অন্তর,
তোমার মোহন রূপের নব সাজে প্রভু
সাজিবো বলিয়া ত্যাজি সকলি আমার।
4.
এ মোর স্বপন স্বরণ বাঁধন
পরাণ মাঝারে অটুট রবে নিশিদিন,
শ্রী চরণ আলোক এ অ-লোক জনে
পথ হারার পথ মাঝে জ্বলুক অন্তহীন।
5.
চোঁখের তারায় জ্বলিছে মোদের
শত সূর্যের আলো,
মোরা এসেছি শ্যামের মিলন মন্দিরে
জ্বালো আরো দীপ জ্বালো।
6.
আঁখিনীড়ে খুজেছি গো
চাতকের মতো তোমারে
মধু চন্দ্রিমায়,
হৃদয় গভীরে পেয়েছি গো
হারিয়েছিলে বাহিরে
এসেছো অন্তরাত্মায়।
7.
মৃত্যুর দুয়ারে শুনেছি আমি
জীবনের আহ্বান!
আমৃত্যু তাই মরণ তৃষায়
ধ্বংসের পথে মুক্তির আশায়
বদ্ধ পথের সসীমতায় –
বাজাই নব প্রলয় নিশান
জীবন থেকে তাই বারে বারে গাই
মৃত্যুর জয়গান।
8.
দূর আকাশের তারার মতো
দুচোখ আমার জ্বলে
ধরতে তারে রূপ নিহারে
পরাণ শতদলে।
9.
দেবদারুর মৃদু গন্ধ,জড়ায়ে হাওয়া
এলি বুঝি মোর দ্বারে,
মোরে লয়ে, ফিরে যেতে, গহন বনের ধারে।
আমারে সুখ সমীরে
আজি আকুল করিবারে।
10.
আমিও জেগে থাকি
অপলক চোখে আঁকি
নিরবতার শুণ্যতায় স্মরণ তোমার
প্রতি রাত জেগে পোহাই বিরহ বাসর।
লেখক – লাবিব মাহফুজ চিশতী