পত্রিকা – পাপে ভরা অঙ্গ আমার

শেখ মোবারক হুসাইন ওয়ায়েসী

পাপে ভরা অঙ্গ আমার, হয়না সাধু সঙ্গ
কত রঙ্গে ঢঙ্গে আমি, আছি তোমায় ভূলে –
আমার তরী ভিড়বে কি আর
মুর্শিদ নামের কূলে।

কান্দ কেন মিছে মিছে তুমি, ওরে আমার মন
একজন মানুষ চিনে করোরে তাঁর ভজন ও সাধন।
এ জগতের মায়ায় পড়ে, তাঁরে আছি ভূলে গো।

সুরা ফাত্তাহর দশ আয়াতে বলছে খোদ খোদায়
নবীর হাতে হইলে বায়াত, সে হাত আমার হয়।
তাই রাসুল পেলে খোদা মিলে, আল কোরানে বলে গো।

শাহ শাহীনের চরণ তলে, হয় যেনো মোর ঠাঁই
অধম মোবারকের এ ছাড়া আর কোনো চাওয়া নাই।
আমি বুঝেছি বুঝেছি মুর্শিদ, তুমি জীবন মূলে গো।

আপন খবর