কবিতা – বিদায়

লাবিব মাহফুজ

যারে ভালোবেসেছিলাম
যারে এ প্রাণে চেয়েছিলাম
কোন পরাণে যাবো তারে ভূলে?
রেখে যাবো তারে এ আধার গোকুলে!
কেনো আজ সে সঙ্গী হবে না মোর
কেনো সে রবে আমাহীনা হয়ে আজন্ম দুর?

আমি তো চাই সে অফুরন্ত প্রাণ
যে প্রাণ কভূ কালের গর্ভে হয়না বিলীন
সে স্বরন সুধায় আসিবে মায়ায়
যে মায়া বেঁধে নিবে আমার বিদায়!

আমি শুধু ভালোবাসিবো
আমি আরো কাছে আসিবো।
আমি কেন যাবো একাকী সূদুরে হারায়ে
ফেলে যাবো প্রাণ মোর ধরার প্রণয়ে।
আমি নিয়ে যাবো প্রাণ মোর, আমার সাথে
ভেসে যাবে স্রোত হয়ে কালের স্রোতে
আমার সাথে লয়ে সকল আমার আপন
চলিব না একা, ভূবনে যাহা আমার স্বপন।

তবু আজ চলেছি হায়
আপনারে হারায়ে আজ ভিখারীনি প্রায়
একা একা নিরুদ্দেশে অজানা পথে
আজ কেউ নাই কেউ নাই আমার সাথে।

সবাই তো একা চলে যায়
কূল ফেলে নদী যেমন নিজেরে ভাসায়
সুর চলে যায়, কন্ঠ সে বিরহী একা একা রয় পড়ে
পাতা ঝড়ে যায় ডাল তেমনি একাই রয় নতুনের তরে!
আমারে যে দিয়াছে ধরায় আনিয়া
সেওতো গিয়াছে একাই চলিয়া
কোন বাসনায় আজ এ প্রাণ চায় সাথী পারাবারে
এ তো নিয়ম! এসেছে যে হতভাগা, একা একা যাবে ঝড়ে!

আজ তাই অদ্ভুত এ তৃপ্তি সুখ লইলাম আপনায়
চলিলাম একাই। আপনার একত্বে সতত হায়!
এ বিদায় মোর প্রাণের জাগরণ একত্বের বন্ধন
এ প্রাণ মোর সব ফেলে আজ আপনাতে লইল শরণ।

রচনাকাল – 17/01/2019

আপন খবর