ড. জাভেদ নূর বখশ
অনুবাদ – লাবিব মাহফুজ
1.
সুফিবাদ হলো সকলের হৃদয় ও অনুভূতিকে মূল্য দেয়া। যদি কারো হৃদয়কে প্রশান্ত করতে না পারো, আঘাত কোরো না। কারণ, সুফিমতে, এটাই একমাত্র পাপ।
2.
সুফিবাদ এমন একটি গন্তব্য, যার একমাত্র পথ হল প্রেম। পরম কে উদ্দেশ্য করে অখন্ড ‘এক’ এর প্রতি নিবিষ্ট থাকাই সুফিবাদ।
3.
প্রকৃত প্রেমিক নিজের ইচ্ছার চেয়ে তার প্রেমাস্পদের ইচ্ছাটাকেই অধিক গুরুত্ব দেয়। প্রেমাস্পদের চাওয়াতেই প্রেমিকের সন্তুষ্টি। হোক সেটা নিরাময় বা ব্যাথা, মিলন বা বিচ্ছেদ।
4.
একজন অনৈতিক মানুষ যদি নিজেকে সুফি দাবী করে, তবে তাকে সুফি তো দূরের কথা, বরং মনুষ্যেত্বের বিবেচনায় বদ-মানুষ হিসেবেই মূল্যায়িত করুন।
5.
এ পথের সামান তো কেবল আন্তরিকতা। আন্তরিকতা মানে হলো নিজেকে এমন ভাবে উপস্থাপন করো, “তুমি যা তাই”। আর তুমি নিজেকে যা উপস্থাপন করো, তাই হয়ে ওঠো।