সংগীত – এই মানব দেহ দেউল মাঝে

লাবিব মাহফুজ

এই মানব দেহ দেউল মাঝে
আসন রয় বিশ্বপতির,
মানুষ বিনে ধরা মাঝে
কে পাইলো আর তার খবর?

গয়াকাশি বৃন্দাবনে, বৃথায় ভ্রমণ ত্রিভূবনে
তীর্থে তীর্থে ঘুরো কেনে, না চিনিয়া তার শহর?

সে মানব তনে রয় লুকাইয়া, সুরতে সুরত মিশাইয়া
অনল, অনীল, জল, স্থলে, সে লীলায় রত নিরন্তর!

তাঁর মানুষ বিনে নাই পরিচয়, আল ইনসানু সিররিতে কয়
লাবিব বলে খুঁজে দেখো, মানুষে রয় পরোয়ার।

রচনাকাল 01/06/2023

আপন খবর