আপন ফাউন্ডেশন

কবিতা – জোছনা

Date:

Share post:

লাবিব মাহফুজ

এ মধু জোছনায়
মৃদু সমীরের সরস ছোয়ায়
হারায় এ মন, হারানোর সুখে
অনিন্দ্য ধরার স্বপনও সুধায়।

আমি আজ চেয়েছিলাম জোছনা হতে
চেয়েছিলাম সারানিশি তরঙ্গে নাচিতে,
পদ্মায়, জলে আর জ্যোতিতে এ মহা প্রণয়
চেয়েছিলাম ঢেউয়ে ঢেউয়ে, সুর সাধিতে।

পূর্ণ এ চাঁদের কিরণসুধা, নদীর বুকে
আধারে, আলোতে, মিলন সুখে,
চেয়েছিলাম মিশে যেতে বাতাসের সাথে
জলে, স্থলে, অবাধে চলিতে, স্বপনে, কল্পলোকে।

অধরা নিশির, প্রতি প্রহরে চেয়েছিলাম আজ
নদীতে, জোছনায়, তরঙ্গস্রোতে, সাজিব নতুন সাজ,
ভাসিব আমি পানসী মেলায়, নদীর বুকে বুকে
তরঙ্গিত সুরের বাঁকে, হব উন্মত্ত নিলাজ।

মাঝ রাত, নদীর কূলে, জোছনা ধোওয়া প্রাণ
আনন্দে, এ প্রকৃতির কোলে, গাই নির্মলতার গান।
এ আলোক সুধায়, মাতিয়ে হৃদয়, করি আপনারে
আলো আধারে, নব রূপে নির্মাণ।

রচনাকাল – 17/10/2018

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles