ব্লগ – কনফুসিয়াসের বাণী

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

কনফুসিয়াস একজন মহান চীনা দার্শনিক ও চিন্তাবিদ যিনি চীন ইতিহাসের “শরৎ-বসন্ত” কালে পূর্ব চীনের শানডং প্রদেশের লু’ তে জন্মগ্রহণ করেছিলেন। পূর্ব এশীয় বুদ্ধিবৃত্তিকতার ইতিহাসে কুনফুসিয়াসের প্রভাব অপরিসীম। কনফুসিও দেশনাকে ‘কনফুসিয়ানিজম’ বলা হয়।
কনফুসিয়াসের ১০ টি বাণী –

১. নিজের অজ্ঞতার পরিধিকে জানাটাই প্রকৃত জ্ঞান।
২. নিরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনো বিশ্বাসঘাতকতা করে না।
৩. নম্রতা হলো সকল গুণের মজবুত ভিত্তি।
৪. স্বর্গ মানে ইশ্বরের সঙ্গে মিলিত হওয়া।
৫. দুই ধরণের মানুষ কখনো পরিবর্তিত হয়না। যারা সবচেয়ে জ্ঞানী এবং যারা সবচেয়ে মূর্খ।
৬. জিবনকে না জানলে মৃত্যুকে জানবো কি করে?
৭. মানুষ যত ভালো চিন্তার ওপর ধ্যান করবে, জগত তত উন্নত হবে।
৮. শ্রেষ্ঠ মানুষেরা ভাবে পূণ্যের কথা আর সাধারণ মানুষেরা ভাবে আরামের কথা।
৯. উন্নত মানুষেরা তার সামর্থ্যের সীমাবদ্ধতায় ব্যথিত হয়। সাধারণেরা নিজের সামর্থ্যের বিষয়ে জ্ঞাত নয়।
১০. ছাড়িয়ে যাওয়া যতটাই ভুল, ততটাই কম।

Translated from brainyquote. Translator – Labib Mahfuj.

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর