সংকলন ও অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী
সর্বদা প্রার্থনার জায়নামাজ বহনকারী অথবা সূফীদের মতো প্যাঁচানো পোষাক পরিধানকারীগণই সুফি নন, মূলত সুফি তো তারাই যারা সর্বদা নিজেকে লুকিয়ে রাখেন, যদিও সকলের দৃষ্টি তাঁর দিকেই আকর্ষিত হয়।
– হযরত আবুল হাসান আল খারকানি (র)
সুফি হলো এমন ব্যক্তি যার না প্রয়োজন হয় দিনে সূর্যের, না রাতে চন্দ্রের! সুফিবাদের সারমর্ম হলো পরম অস্তিত্বহীনতা (একমাত্র প্রভুর অস্তিত্বে অস্তিত্ববান হওয়া)। কারণ, প্রভুর অস্তিত্ব ব্যতিত আর কোনো অস্তিত্ব নেই।
– হযরত আবুল হাসান আল খারকানি (র)
চর্মচক্ষু নয়, বরং অন্তরচক্ষু যা আত্মার গোপনীয়তা এবং মাহাত্ম্যকে প্রত্যক্ষ করে, তাই জিবনের পরম প্রশান্তি নিয়ে আসে।
– হযরত আবুল হাসান আল খারকানি (র)
রাসুলে পাকের (সা) উত্তরাধিকারী তো সেই ব্যক্তিই, যিনি রাসুলে পাকের পদাঙ্ক অনুসরণ করেন এবং নিজের আমলনামায় কোনো পাপের কালোদাগ রাখেন না।
– হযরত আবুল হাসান আল খারকানি (র)
সংকলন – লাবিব মাহফুজ চিশতী