ব্লগ – লাবিব মাহফুজ এর জন্মদিনে প্রদত্ত উপহার

লেখক – মো. আরশেদ আলী

Labib Mahfuj এর ভূমিষ্ঠ দিবসে জানাই হার্দিক শুভেচ্ছা ও ভালবাসা।

লাবিব মাহফুজ একজন মননশীল সাহিত্যিক। দার্শনিক প্রজ্ঞা, ইতিহাস সচেতনতা, গভীর ধর্মবোধ ও বুদ্ধিদীপ্ততা তার গদ্য-পদ্য রচনাকে দিয়েছে অপরিসীম মহিমা ও ঔজ্জ্বল্য। তাঁর ভাষা একদিকে যেমন সহজ, সরল, প্রাঞ্জল, ভাব-গম্ভীর ও প্রসাদগুণসম্পন্ন, অন্যদিকে তেমনি উচ্ছ্বাসময়, অলংকারপূর্ণ ব্যঞ্জনায় অতিশয় হৃদয়গ্রাহী। উচ্চ দার্শনিক চিন্তা তাঁর বর্ণনাকে কখনো দুর্জ্ঞেয়/রহস্যময় করে তোলেনি। গভীর ধর্মবোধ তাঁর লেখাকে কখনো সংকীর্ণ সাম্প্রদায়িকতায় আচ্ছন্ন করে ফেলেনি; এক উদার মানবিক মহত্তম চেতনা সর্বদা তাকে অন্ধকার থেকে আলোর পথে, মিথ্যা থেকে সত্যের সমুজ্জ্বল দীপ্তির পথে, চিরন্তন মানবতার পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছে। তাই তাঁর লেখা সাবলীল, সকল শ্রেণীর পাঠকের জন্য সুখপাঠ্য।

সাহিত্যের মনন জগতেই বেশী বিচরণ করেন লাবিব মাহফুজ। কিন্তু পান্ডিত্য কিংবা চিন্তার গাম্ভীর্য কখনো তাঁর বক্তব্যে আড়ষ্টতা সৃষ্টি করতে পারেনি। তাঁর সাহিত্য আশ্চর্যজনকভাবে ঋজু, সাবলীল এবং শক্তিমান। সে নিজেকে শুধু বাংলা সাহিত্যের দিকে সরাসরি ধাবিত করেনি, সুর ও আধ্যাত্মবাদে নিজেকে উৎসর্গ করেছে। তাঁর লেখার গভীরতা আর কবিতার ভাজে ভাজে যেনো রোমান্টিকতার ছোঁয়া! উদ্বেলিত হৃদয় ছুঁয়ে যায় বসন্ত হাওয়া! পুলকিত মনে জাগ্রত হয় বসন্ত! প্রেম যেন ইশারায় দূর থেকে বলে, আবার আসবো ফিরে তোমার জন্য এই পৃথিবীতে! তার সব লেখাই চমৎকার ভাবনার অসাধারণ অনুভব। তাঁর লেখা আরো ক্ষুরধার ও শক্তিমান হোক, সেই কামনা করি। আজকের এ দিনটি বারবার ফিরে আসুক তাঁর জীবনে সেই শুভাশিস রইলো।

লেখক – আরশেদ আলী।
সম্পাদক ও বিশিষ্ট লেখক।

আপন খবর