লেখক – লাবিব মাহফুজ চিশতী
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের হরি নারায়ণ রক্ষিতের ছেলে সঞ্জয় রক্ষিতকে ভেদরগঞ্জ থানা পুলিশ গত রোববার আটক করে কারাগারে পাঠায়। কারণ, তিনি ফেসবুক স্টোরিতে পোস্ট করেছিলেন মহাত্মা লালন ফকিরের “সব লোকে কয় লালন কি জাত সংসারে” গানের দুটি লাইন – ‘খাতনা দিলে যদি হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান।’
পুলিশের বয়ান, স্ট্যাটাস ঘিরে ধর্মপ্রাণ মুসলমানরেরা (!) অসন্তোষ প্রকাশ করায় তাকে আটক করা হয়েছে! অভিযোগ কাদের, তা বলতে পারেনি পুলিশ!
ধর্মান্ধতা তথা ওহাবী খারিজি সালাফি বাদ সহ দাজ্জাল চক্র সুপরিকল্পিতভাবে আজ প্রবেশ করেছে আমাদের শিরায় উপশিরায়। আমাদের রন্ধ্রে রন্ধ্রে। নিয়ত ছড়িয়ে যাচ্ছে বিষবাস্প। অতীতে শরিয়ত সরকার, গোলাম মঈনুদ্দিন সহ বহু ঘটনায় আমরা তার প্রমাণ পেয়েছি। প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় বহু গুরুত্বপূর্ণ সেক্টরে মৌলবাদের প্রকাশ লক্ষ্য করেছি। এমনকি ধর্মান্ধতা বিনোদন জগতকেও ছাড় দেয়নি (মহিলা আম্পায়ার ইস্যু)।
প্রসাশনে ধর্মান্ধ কট্টরদের উপস্থিতি ব্যতিত মুষ্টিমেয় বকধার্মিকের অলিখিত চিল্লাচিল্লিতে একজন সুশীল মানুষকে আটক করা আমাদের বুঝে আসে না। এটা তাদের দায়িত্বজ্ঞানহীনতারই প্রমাণ। যেখানে পুলিশের দায়িত্ব থাকার কথা ছিল সঞ্জয়কে ধর্মান্ধদের থেকে সুরক্ষা দেয়া। তাছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানও এখানে প্রশ্নবিদ্ধ।
আটক যদি আইন সঙ্গত হয়, সে আইনে দোষী তাহলে স্বয়ং লালন! যেটা ভাবার মতো দুঃসাহস প্রশাসনের হওয়া উচিত না!
সাংবাদিকদের ভাষাজ্ঞান নিয়েও আমাদের আপত্তি! কাদেরকে ধর্মপ্রাণ মুসলমান বলছেন তারা! প্রায় প্রতিটি নিউজে দেখলাম, গানের লাইন দুটি নিয়ে “ধর্মপ্রাণ মুসলমানদের” অসন্তোষ!! বাহ!! ধর্মান্ধ দাজ্জালের অনুসারী ফেতনাবাজ গুটিকতক নরপশুরা ধর্মপ্রাণ মুসলমান হয়ে গেলো!! লালন ধর্ম বা মানব ধর্মের সুর-বাণীতে যাদের অসন্তোষ, তারা আর যাই হোক, মানুষ হতে পারে না। তারা অসুর ব্যতিত কিছু নয়।
গানটির তাত্ত্বিক আলোচনায় আর যাচ্ছিনা। এ সমাজ লালনকে লালন করার যোগ্যতা দিনদিন হারিয়ে ফেলছে। সমাজ অন্ধদের দখলে চলে যাচ্ছে। মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে।
মহাত্মা লালন দেশনা বোঝার যোগ্য হয়ে উঠতে আমাদের। প্রশাসন সহ সকল রাষ্ট্রীয় দপ্তর মৌলবাদ মুক্ত করতে হবে। ধর্মান্ধদের বুঝিয়ে দিতে হবে, এ দেশ লালনের। এ দেশ বাউলের। এ দেশ সুরের, সাধনার। মৌলবাদ আমরা ঘৃণা করি।
জয়োস্ত মহাত্মা লালন শাহ ফকির।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – সুফি ভাবনার কাগজ ” আপন খবর “