লাবিব মাহফুজ
খোদারে পাইতে হলে, মানুষ চরণ কর সার
মানুষেতেই বিরাজিছে, পরম প্রভু নিরন্তর।
প্রেমের করণ হয় মানুষে, অনুরাগে ভাবের দেশে
দয়াময় সেই মানসে, মানব মাঝেই করেন বিহার।
মানষ তত্ত্ব সত্য জেনে, যে বাধা রয় শ্রীচরণে
দয়াময় সে ভক্ত প্রাণে, প্রকাশ করে রূপ তাহার।
লাবিবের হয় অন্ধনয়ন, ভজিলোনা মানব চরণ
খুলবে কবে মোহবন্ধন, পাবো দয়ালের চরণ ধার।
রচনাকাল – 19/05/2020