বাতায়ন – দেহতরী

গোলাম রাশেদ

দিনে দিনে যাচ্ছে খসে
সোনার তরীখানি,
ঘুন ধরেছে নড়বড় করে
চূয়ায়ে উঠে পানি।

যৌবনে ছিলো পরিপাটি
দেখতে ছিলো বেশ,
মায়া নদীর ধাঁক্কায় পড়ে
তরী হলো আজ শেষ।

ভয়ংকর এক কুমির
করে সেথায় বাস,
পাইলে তরী এক নিমিষে
করে নেয় গ্রাস।

মায়া নদীর স্রোতে পড়ে
ডুবলো কত মহাজনের তরী,
চালান হারায়ে কান্দি এখন
নদীর মাঝে পড়ি।

ভাঙা তরী নিয়ে এখন
পড়ে নদীর মাঝ,
কূলে ফিরতে জীবন বেলার
নেমে এলো সাঁঝ।

আপন খবর