সংগীত – পরবাসের এ বিরহ

লাবিব মাহফুজ

পরবাসের এ বিরহ সইবো কত প্রাণে
ডাকি তোরে একা একা আমি নিশিদিনে।

কুল হারাইলাম ঘর ছাড়িয়া তোর চরণের তলে
রইলাম পরে দিবানিশি, আপনার সব ভূলে
এ অভাগার এ গোকুলে, নাই কেউ তুমি বিনে।

আমার বানাইয়া প্রেমের কাঙাল ছাড়িলি একা
মিলন পথের পাগল করে লুকালি কেন সখা
দয়া করে দিও দেখা, রাখো গো চরণে।

তোরে ডেকে ডেকে পোহাইল নিশিথ রজনী
জিবন পথে হও গো উদয় দয়াল দীনমনি
দীন ভিখারী অভাজনে, ত্বরাইও শমনে।

রচনাকাল – 13/11/2018

আপন খবর