গোলাম রাশেদ
ভালোবাসো মানুষ কে ভাই
জাতির বিভেদ না করে তাই
শাস্ত্রে গ্রন্থে রয় লেখা,
একই প্রভুর সৃষ্টি সবে
পার্থক্য তাই ক্যামনে হবে
মানুষ প্রভুর হয় সখা।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
সকলের হয় একই যে প্রাণ
প্রাণ কী কারো ভিন্ন রয়,
রসে বীজে সৃষ্টি হয়ে
মানুষ ছুরাত এলাম লয়ে
ভবে মানুষ তার নাম হয়।
মানব সেবা পরম ধর্ম
শুদ্ধ হবে ভবে কর্ম
খুশি হবে পরম সাঁই,
ভালোবাসায় প্রভু মিলে
শান্তি পাবে আপন দিলে
ভালোবাসা দাও সবাই।
রচনাকাল : 10/01/2023