পত্রিকা – আমার মানব তরী

শেখ মোবারক হুসাইন ওয়ায়েসী

আমার মানব তরী হেলায় ডুবে যায়
দয়াল গুরু গো –
কান্ডারী হইয়া এসে, বাঁচাও অকূল দরিয়ায়।

কাম কামনার বিষয় জালে
মত্ত হইলাম তোমায় ভূলে
জানিনা শেষ নিদান কালে কি হবে উপায়।
কান্ডারী হইয়া এসে
আমায় নিয়ে চলো আপন দেশে
আমার মানব তরী ঠেকিলো চড়ায়।

কাঁচা বাঁশের ঘরখানি মোর
ঘুনে করলো জড়জড়
বাস করা যে হলো আমার দায়।
অধম মোবারকের শেষ নিদানে
ত্বরাও গুরু নিজগুণে
তোমার আপন দেশে দাও মোরে আশ্রয়।

আপন খবর