সম্পাদকীয় – ওহাবী আগ্রাসনের কবলে লালন মেলা

লাবিব মাহফুজ চিশতী

“মাইক বাজাইলে সমস্যা, বক্স (লাউডস্পিকার) বাজাইলে সমস্যা! তয় বুঝলি আনোয়ার, রাইতের খাওনডা খাইয়া তুই ডেক বাজাবি, আমি পাতিল আর চামুচ বাজামু৷ তাইলেও কি হামলা দিব রে?”

নারায়ণগঞ্জে প্রতিবছর অনুষ্ঠিত এই লালনমেলা। লালনের ভাবচর্চায় কাটতো দিনপাঁচেক সময়। কিন্তু এবার হবেনা। কারণ, স্থানীয় “তৌহিদি জনতা” করতে দিবেনা। তারা নাকি সব পুড়িয়ে ফেলবে! তাদের হিংস্রতার ভয়ে ত্রিপল-বাঁশ-খুটি নিয়ে চলে গেছে ডেকোরেটরের লোকজন। দোকান পাট গেছে ফিরে। হচ্ছে না মেলা।
প্রশাসন অনুমতি দেয়নি। তৌহিদী জনতা’র দল এলাকায় মিছিলও করেছে আয়োজনের বিপক্ষে! অনুষ্ঠান বন্ধ করার আদেশ দিয়েছে প্রশাসন।

সাধুরা ফিরে যাচ্ছে, যে যেখান থেকে এসেছিলো। এখনো মেলা আঙ্গিনায় আসন নিয়ে বসে আছেন কিছু সাধু সন্যাসীরা। তাদের একজন মনোয়ারা বেগম। পাশের আনোয়ারকে ডেকে বলছেন- “মাইক বাজাইলে সমস্যা, বক্স (লাউডস্পিকার) বাজাইলে সমস্যা! তয় বুঝলি আনোয়ার, রাইতের খাওনডা খাইয়া তুই ডেক বাজাবি, আমি পাতিল আর চামুচ বাজামু৷ তাইলেও কি হামলা দিব রে?”

যাদের প্রতি সাধুদের এত ভয়, কখন না জানি হামলা দেয়, কখন না জানি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, সেসব ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে আমরা ধার্মিক মনে করতে পারিনা।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – আপন খবর পত্রিকা
চেয়ারম্যান – আপন ফাউন্ডেশন
রচনাকাল – ২২|১১|২০২৪

আপন খবর