লাবিব মাহফুজ
রাসুল তব তাবেদারে এতায়াতে রাখো মোরে
বাইতুল্লাহর ঐ ফুল বাসরে দয়া করে দাও চরণ –
খোদা তুমি রাসুল তুমি মুর্শিদ রূপে নিরঞ্জন।
দয়াল তুমি খোদারই নূর, নূরে তব জাহান মামুর
কাবা আমার তোমার চরণ তলে –
মোর দীল মদীনায় এসে দয়াল, এ দীল আমার করো উজ্জল
যেনো দেখি সদা তোমারী রূপ, ত্রিজগৎ ভুলে।
মুর্শিদ তুমি প্রভু আমার চরনেতে রেখ নিরন্তর
পাই যেনো গো তোমার দীদার দীল-কাবাতে সর্বক্ষণ।
হয়ে প্রভু অনুগত সুমতিতে অবিরত
পথ চেয়ে আছি গো তোমার –
দীল কাবার সব মূর্তিনাশন, করো হে পতিত পাবন
তাওহীদ রূপে যেনো তোমার ফানা হয় অন্তর।
রাসুল তুমি মুর্শিদ আমার গুরু রূপে খোদাবী আমার
লাবিবের কর উদ্ধার দিয়ে শ্রী চরণ ।
রচনাকাল – 25/01/2019