সংকলন – লাবিব মাহফুজ চিশতী
প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। হৃদয়ের সিক্ত জলাভূমিতে যিনি রোপন করে চলেন ঐশী প্রেমের এক একটা মহীরুহ। ভৈরবী রাগিনীর সুরে সুরে যিনি অবিরাম গেয়ে চলেন প্রেমের গান। আপন খবরের এবারের আয়োজনে প্রিয় পাঠকদের জন্য থাকছে কবি কাজী নজরুল ইসলাম এর প্রেম ও ভালোবাসা বিষয়ক কিছু উক্তির সংকলন।
১. ভালবেসে ভালবাসা পাওয়া যায় না এই অবহেলার মাটির ধরায়।
২. ভালবেসে আত্মদানেই তৃপ্তি।
৩. আমাদের অনেকের জীবনেই এমন একটি দিনক্ষণ আসে, যখন একজনকে দেখেই প্রাণের নিভৃত পুরে অনুরাগের গোলাবী-ছোপের দাগ লেগে যায়। এ অনুরাগ আবার অনেক সময় ভালোবাসাতেও পরিণত হতে দেখা যায়।
৪. প্রথম যৌবনের গোপন ভালবাসাবাসির মাধুর্য্য কত গাঢ়।
৫. হৃদয়হীনতা দিয়ে হৃদয়কে যত আকর্ষণ করা যায়, তার অর্ধেকও হয়তো ভালবাসা দিয়ে আকর্ষণ করা যায় না।
৬. ভালবাসা দিয়ে যারা ভালবাসা পায় না, তাদের জীবন বড় দুঃখের, বড় যাতনার।
৭. যাকে সত্যিকার ভালবাসা যায়, সে অপমান আঘাত করলেও, হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না।
৮. যাকে ভালবাসার কেউ নেই সে যদি ভগবানের চরণে আশ্রয় না পায়, তার মত দূর্ভাগ্য বুঝি আর কেউ নেই।
৯. মৌন বুকের এই বধির চাপা ভালোবাসার গভীরতা যেমন বেশী, মারাত্মকও তেমনি।
১০. বিলিয়ে দিতে গেলে যে বড্ডো বেশি ভালবাসতে হয় আগে, এক ক্ষমতা কি যার তার থাকে?
১১. এই ধুলির ধরায় প্রেম ভালোবাসা- আলেয়ার আলো। সিক্ত হৃদয়ের জলাভূমিতে এর জন্ম। ভ্রান্ত পথিককে পথ হতে পথান্তরে নিয় যাওয়াই এর ধর্ম। দুঃখী মানব এরই লেলিহান শিখায় পতঙ্গের মতো ঝাপিয়ে পড়ে।
১২. ভালবাসায় কি বিরাট শান্ত স্নিগ্ধতা আর করুণ গাম্ভীর্য, ঠিক ভৈরবী রাগিনীর কড়ি-মধ্যমের মত। আর এই বিশ্রী কামনাটা কত তীব্র-তীক্ষ-নির্মম।
১৩. বাসনার ভোগে যে সুখ, সে হচ্ছে পৈশাচিক সুখ। এতে শুধু দীপক রাগিনীর মতো পুড়িয়েই দিয়ে যায় আমাদের।
১৪. প্রেম চিরকালই পবিত্র, দুর্জয়, অমর; পাপ চিরকালই কলুষ, দূর্বল আর ক্ষণস্থায়ী।
১৫. চাঁদের কলঙ্ক পূর্ণিমার জোৎস্নাও যে ঢাকতে পারে না। এ পাপের অনুশোচনা কত বিষাক্ত-নির্মম।
১৬. সমস্ত দুনিয়াটা, সমস্ত আকাশ উল্টে ভেঙে পড় তাদের মাথায়, যারা ভালবাসায় কলঙ্ক আনে, ফুলকে অপবিত্র করে।
১৭. যে ভালবাসা দুজনের দেহকে দুদিক থেকে আকর্ষণ করে মিলিয়ে দেয়, সে তো ভালবাসা নয়, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা।
১৮. যে বুকে প্রেম আছে, সে বুকে কামনা ওৎ পেতে বসে আছে।
১৯. বাইরের বাতাস প্রেমের শিখা নিবাতে পারে না । আরো উজ্জল করে দেয়।
২০. একটি প্রস্ফুটিত ফুলের হাসিতে যে কত কান্নাই লুকানো থাকে, তা কে বুঝবে? ফুলের ঐ শুভ্র বুকে যে ব্যথার কীটে কত দাগ কেটেছে, কে তা জানতে চায়? আমরা উপভোগ করতে চাই ফুলের এ হাসিটি, ঐ উপরের সুরভীটুকু।
২১. ফুল ফোটে, শুকায়, ঝড়ে পরে। হৃদয়ও ফোটে, শুকায়, তারপর দলিত হয় তারি পায়ে, যাকে সে কোনদিন চায়নি।
২২. ফুল ঝড়ে, তার আশা থাকে, পূজারী তাকে কুড়িয়ে স্থান দেবে দেবতার পায়ে। কিন্তু মানুষের জীবনে আজ সে আশাও গেছে ফুরিয়ে।
২৩. পুষ্প-পাগল বনে কাজের কথা আসে না, গানের ব্যথাই আসে।
২৪. প্রেমের ফুল এ ধূলিতলে হয়ে যায় ম্লান, দগ্ধ, হতশ্রী।
২৫. সূর্য্যের কিরণ আলো দেয়, কিন্তু সূর্য হচ্ছে দগ্ধ দিবানিশি।
২৬. মানুষের মন সমুদ্রের চেয়েও বিপুলতর! খেলবে না তাতে জোয়ার-ভাটা? যদি না খেলে, তবে তা মানুষের মন নয়।
২৭. মানুষের জীবনই মানুষকে সবচেয়ে বেশি প্রতারণা করে।
২৮. ঘরের টান কর্ত্তব্যের, বাইরের টান প্রীতির, মাধূর্য্যের।
২৯. মানুষের মন মস্ত প্রহেলিকা। মন নিক্তির মতন যখন যেদিকে ভার বেশি পায়, সেই দিকেই নুয়ে পড়ে।
৩০. অনাত্মীয়কে লোকে সম্বর্ধনা করে ঢাক-ঢোল পিটিয়ে; বন্ধুকে গ্রহণ করে হাসি দিয়ে, হৃদয় দিয়ে।
সংকলন – লাবিব মাহফুজ চিশতী