লাবিব মাহফুজ চিশতী
মুহাম্মদ আহাম্মদ আহাদ
তিনজনার ভেদ একসনে,
জানে আরেফ জনে রে মন
জানে আরেফ জনে।
দেখো মুহাম্মদে সুরত প্রকাশ হয়
আসমানেতে আহাম্মদে সিফাত পরিচয়
আহাদ মুখফি জানো হেথায়
তিনজনা রয় বর্তমানে।
দেখো জাত আহাদিয়াত মীমেতে লুকায়
মীমের ভান্ড আহমদে বাতেন সমুদয়
এবার হোবাবে মুহাম্মদ দেখায়
সানুরিহিম আয়াতিনে।
দেখো তিন দরিয়ায় তিনটি ধারা বয়
তিন তত্ত্ব একত্র করা প্রকাশ কলেমায়
মীমের মধ্যে লাবিব লুকায়
আলিফ লামের প্রেমের টানে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 24/03/2025