কাব্যসুধা : অন্বেষণ
লেখক – অজয় বোস
সতত তৃপ্তি খুঁজে, অতৃপ্ত আত্মা মাঝে
মেটেনা পিয়াসা তবু, সময় বয়ে যায় –
প্রাণের পরশে জেগে, মহাকালের মহাভাবে
বসে আছি নদীকূলে এই অবেলায়।
দিকে দিকে কালে কালে, বেলা যে পড়ে ঢলে
থাকি তবু অবহেলে, তোমাহীন আমায় –
দিন গিয়ে রাত আসে, স্বপনেতে আঁখি ভাসে
রহে না এ প্রাণ তবু, প্রশান্তির ছায়ায়।
সিন্ধুতে বিন্দু হয়ে, আমাতে তুমি বয়ে
পূর্ণ প্রেমে মাখামাখি, হব এ ধরায় –
তবে কেন দিনমান, শুধু শুধু অভিমান
নয়ন বারি অকারণ, ধুলোতে লুটায়।
কবে হবে দিনক্ষণ, আশা মনে অনুক্ষণ
হেরিব তোমায় হৃদে, এ শুধু ভাবায় –
সদয় কি হবে তুমি, ওহে মোর প্রাণস্বামী
আপনি বাঞ্ছা করে, ডাকিবে আমায়।
ওহে মোর দয়াময়, তোমাতে পাই অভয়
থাকো তুমি থাকো সদা, মম হৃদকমলে হায় –
আমি তোমায় রব তুমিও আমায় রবে
মধুর প্রেম সঞ্চারিব, তব চরণ যুগলে তায়।
কাব্যসুধা : আকাঙ্খা
জিসান রহমান সম্রাট
সে আমার ভিতরে আছে
বাহিরে আছে,
আছে অঙ্গে মাখামাখি করে
তবুও আমার কাছে নেই!
মৃত্যুমুখে পতিত
তবুও অযত্নে কিংবা সযত্নে
কোন যত্নেই নেই!
আকাঙ্খা কেন যত্নে লালিত?
দুঃখের সাগরে বসবাস –
তবুও দুঃখকে ভুলে না থাকা।
কি এক আজন্ম আকাঙ্খা!
কি না পাওয়ার যন্ত্রনা!
কেন নিজেকে ভুলে যাওয়া?
বারেবারে আকাঙ্খায় আকণ্ঠ ডুবে থাকা!
