অনুবাদ – দ্বৈত বিলুপ্তির দিব্যক্ষণে

মূল – হযরত খাজা ফরিদুদ্দিন আত্তার রহ.
অনুবাদ প্রচেষ্টা – লাবিব মাহফুজ চিশতী

প্রেম প্রত্যাশা করে অখন্ড নিরবতা
অন্তর যেথা আকুল হয়ে খুঁজে ফিরে –
জগতের আদী কারণ!

সে প্রেমে থাকেনা তুমি আর আমি
প্রেমাস্পদ তখন অবস্থান করে
আশেকের অভ্যন্তরে।

যখন সরিয়ে দেয়া হয় দ্বৈততার পর্দা
বন্ধু দেখা দেয় অন্তরের আত্মার মন্দিরে
সে এক অতুলনীয় – মিলন উপাখ্যান।

যে জানতে চায় উভয় জগতের রহস্য –
অবগাহণ করতে চায় ঐশী অনুভবের দরিয়ায়
সে তার সন্ধান পাবে একমাত্র প্রেমে।

মূল – হযরত খাজা ফরিদুদ্দিন আত্তার রহ.
অনুবাদ প্রচেষ্টা – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর একটি সুফি সেবামূলক প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম।

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর - Apon Khobor