লাবিব মাহফুজ
মোর পরাণে বাধিলি যখন
তোর ঐ রাঙা প্রাণ –
তোর নয়নে আমার জিবন তারা
হইলো দীপ্তিমান।
আসিলি যখন এ বাহু ডোরে
করিলি মোরে আপনার আপন,
সুখ স্বপনে বিভোর উন্মুখ এ হিয়া
এ জিবন তরী তোরে, করিলাম অর্পন।
অশ্রু কল্লোলে মোর প্রাণের সিক্ত পথে
বাজিল যবে তোর ঐ রাঙা চরণ,
আপন ত্যাজি তোর ঐ অশ্রু মায়ায়
বাধিলাম, সাধিলাম, জিবন স্বপন।
রচনাকাল – 17/04/2018