সুফি ভাবনার কাগজ “আপন খবর” এ প্রচারিত তরিকতের বাণী বা মারেফতের বাণীসমূহ একত্রিত করে আপন খবর ওয়েবসাইটে প্রকাশ করা হলো।
১. ভালো মানুষদের অন্যতম বৈশিষ্ট হলো, তাদের স্বরণ রাখতে হয় না। তাদের স্বরণ এমনিতেই থেকে যায়।
২. আমাদের কর্মের ফল আমাদের দিকেই ফিরে আসে। – মাওলা আলী (আ)
৩. খসরু এ প্রেম খেলা, খেলবো সঙ্গে প্রেমিকার! হারি যদি আমি তাঁর, জিতে গেলে সে আমার! – হযরত আমির খসরু (র)
৪. হে প্রভু, জান্নাত জাহান্নামের অস্তিত্ব না থাকলে বোঝা যেতো, আপনার ইবাদতকারীর সংখ্যা কতো! – হযরত আবুল হাসান খেরকানী (র)
৫. যুক্তিতে না পরলে শক্তিতে দেখে নিবে, এটাই বর্বর নীতি। – হযরত শেখ সাদী (র)
৬. বেদ কোরান বাইবেল গীতা, সকলের মূল মুর্শিদ তোমার
ভজন করো তাঁর রে মন, ভজন করো তাঁর। – হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী (র)
৭. অচেনারে চিনতে হলে রে, বসো চেনা লোকের সনে,
আল্লাহর আশেকান, বসো অলী আল্লাহর ধ্যানে। – হযরত খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী (র)
৮. যদি নিত্যধামে যেতে থাকে বাসনা,
অনিত্য দেহ থাকিতে, নিত্যের করণ হবে না। – হযরত খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী (র)
৯. মেরাজ হয় ভাবের ভূবন, সেথা গুপ্ত ব্যাক্ত হয় আলাপন
না জেনে লালন ভাবের উদ্দীপণ, হলো প্রেম করা মিছে। – ফকির লালন শাহ
১০. মানুষ গুরু নিষ্ঠা যার, সর্ব সাধন সিদ্ধ হয় তার। – ফকির লালন শাহ
১১. আলিফ লাম মীম তিনের-ই ভেদ, রেখেছেন সাঁই গোপন করে
চিনগা মুর্শিদ ধরে রে মন, জানগা মুর্শিদ ধরে। – হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী (র)
১২. মন তোর কপালে খারিজির চিহ্ন, অন্তরে তোর ভূতে ভরা
এই কি মন তোর নামাজ পড়া! – হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী (র)
১৩. থেকো মন স্বচেতনে, জ্ঞান নয়নে, ঘুমাইও না।
তুই ঘুমাইলে পড়বি ভুলে, হারাবি মূল ষোল আনা। – দেওয়ান খাজা আব্দুর রশিদ চিশতী নিজামী (র)
১৪. তুমি সেজেছো যে সাজ, করিও সেই কাজ
নইলে পাইবে লাজ, বিচারের দিনে। – দেওয়ান খাজা আব্দুর রশিদ চিশতী নিজামী (র)
১৫. আমি তুমি হলাম, তুমি আমি হলে। আমি দেহ তুমি প্রাণ। এরপর যেনো কেউ বলতে না পারে, তুমি একজন আর আমি একজন। – খাজা মঈনুদ্দিন চিশতী (র)
১৬. বসে ধ্যানে দীলের টানে, দূরের বস্তু সামনে কর,
স্বচক্ষে দেখে শুনে, দীল হুজুরী নামাজ পর। – হযরত খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী (র)
১৭. মূল বিচারে থাকে যে জন, দেহ জমি চাষের করণ
মানুষ রূপ করিয়া ধারণ, জমিতে ফলায় সোনা। – হযরত ইয়ার আলম চিশতী (র)
১৮. কাবকাওসিন নছিরাতে নূরের ঝলক দেয় তিনি,
মানব দেহ খুঁজলে পাবি নিশানী। – খাজা গওহার আলী শাহ চিশতী (র)
১৯. প্রতি কর্মে থাকতে হয় সুন্দর রেসালাত, যার নিকট পরাজিত সকল মাখলুকাত
মানুষের পদতলে যাহার বাসস্থান, সে একদিন লাভ করবে দেবতার সম্মান। – হযরত পাগল শাহ হাশেম আলী ওয়ায়েসী (র)
২০. মাওলা আলীর স্বরণ এবাদত তূল্য।