লেখক – লাবিব মাহফুজ চিশতী
আসবে কি মরণের কালে
আমার প্রাণ থাকিতে আইলা না
একি নিষ্ঠুর ছলনা।
প্রেম অনলে ধুকে ধুকে জ্বলে পুড়ে মরি
তবু না আসিলে মন মহাজন, প্রাণের সহচরী।
ভবে কলঙ্কীনি করে আমায়, করলে দেওয়ানা।
বসন্ত মলয়া তানে, ফুলে ভ্রমরার গুঞ্জন
মধুর সুরে বাজায় বাঁশি মোহন কালাচাঁন।
আমার আকুলিনি পরাণ যে আর প্রবোধ মানে না।
লোকে ডাকে উন্মাদিনী, কলঙ্কীনি বলে
কি সুখ পাও অন্তরে সখা, ভাসায়ে অশ্রুজলে।
অধীন লাবিবের এই মিনতি, আর কান্দাইও না।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 29/05/2025