কোরানের শতবাণী – নিগুঢ় রহস্যের সন্ধানে

1. সূরা ইখলাস 112:1
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌۭ
বল, তিনিই আল্লাহ, একমাত্র।

2. সূরা আল-হাদীদ 57:3
هُوَ ٱلْأَوَّلُ وَٱلْآخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلْبَاطِنُ
তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই অদৃশ্য।

3. সূরা বাকারা 2:115
فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ ٱللَّهِ
তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহর চেহারা।

4. সূরা ত্বা-হা 20:14
إِنَّنِىٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّآ أَنَا۠
নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া আর কোনো উপাস্য নেই।

5. সূরা আন-নূর 24:35
ٱللَّهُ نُورُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ
আল্লাহ আসমান ও যমীনের নূর।

6. সূরা ক্বাফ 50:16
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ ٱلْوَرِيدِ
আমরা তার গ্রীবা শিরার চেয়েও নিকটবর্তী।

7. সূরা আল-ইনফিতার 82:6-7
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ
হে মানুষ! তোকে তোর মহান প্রতিপালকের ব্যাপারে কী ধোঁকায় ফেলেছে?

8. সূরা আরাফ 7:143
لَن تَرَٰنِى وَلَـٰكِنِ ٱنظُرْ إِلَى ٱلْجَبَلِ
তুমি আমাকে কখনো দেখতে পারবে না; তবে পাহাড়ের দিকে তাকাও।

9. সূরা হাশর 59:22-24
هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ
তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই।

10. সূরা তীন 95:4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ
নিশ্চয়ই আমি মানুষকে উত্তম গঠনে সৃষ্টি করেছি।

11. সূরা সিজদা 32:7-9
ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦ
অতঃপর তিনি তাকে (মানবকে) পরিপূর্ণ রূপ দিলেন এবং তাতে তাঁর রূহ থেকে ফুঁ দিলেন।

12. সূরা আশ-শামস 91:7-8
وَنَفْسٍۢ وَمَا سَوَّىٰهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
শপথ আত্মার এবং যিনি তাকে সজ্জিত করেছেন, তারপর তাকে সঠিক ও ভুল উভয় অনুপ্রেরণা দিয়েছেন।

13. সূরা বাকারা 2:286
لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব দেন না।

14. সূরা জুমার 39:42
ٱللَّهُ يَتَوَفَّى ٱلْأَنفُسَ حِينَ مَوْتِهَا
আল্লাহ আত্মাগুলোকে তাদের মৃত্যুর সময় কবজ করেন।

15. সূরা আনকাবুত 29:57
كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ
প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

16. সূরা ইয়াসিন 36:83
فَسُبْحَـٰنَ ٱلَّذِى بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍ
পবিত্র তিনি, যাঁর হাতে প্রতিটি বস্তুর রাজত্ব।

17. সূরা হিজর 15:29
فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى
যখন আমি তাকে (আদম) সজ্জিত করলাম এবং তাতে আমার রূহ থেকে ফুঁ দিলাম।

18. সূরা গাশিয়াহ 88:25-26
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমাদের কাছেই, পরে আমরাই তাদের হিসাব নেব।

19. সূরা তাহা 20:124
وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِى فَإِنَّ لَهُۥ مَعِيشَةًۭ ضَنكًۭا
যে আমার জিকির থেকে মুখ ফিরায়, তার জীবন সংকীর্ণ হয়ে যায়।

20. সূরা নাজম 53:39-42
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ
নিশ্চয়ই তোমার প্রতিপালকের কাছেই সবকিছুর অন্তিম লক্ষ্য।

21. সূরা আনকাবুত 29:69
وَٱلَّذِينَ جَـٰهَدُوا۟ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
যারা আমাদের পথে সংগ্রাম করে, অবশ্যই আমি তাদের আমার পথ দেখাবো।

22. সূরা আলে ইমরান 3:191
ٱلَّذِينَ يَذْكُرُونَ ٱللَّهَ قِيَـٰمًۭا وَقُعُودًۭا وَعَلَىٰ جُنُوبِهِمْ
যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে।

23. সূরা বাকারাহ 2:2
ذَٰلِكَ ٱلْكِتَـٰبُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًۭى لِّلْمُتَّقِينَ
এই কিতাব কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক।

24. সূরা শুরা 42:11
لَيْسَ كَمِثْلِهِۦ شَىْءٌۭ
তাঁর মত কোনো কিছুই নয়।

25. সূরা বাকারা 2:186
فَإِنِّى قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِ
আমি খুব কাছেই আছি; আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার আহ্বানে সাড়া দেই।

26. সূরা রা’দ 13:28
أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ
নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।

27. সূরা আনফাল 8:24
ٱسْتَجِيبُوا۟ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ
সাড়া দাও আল্লাহ ও তাঁর রাসূলের আহ্বানে, যখন তাঁরা তোমাদের সেই দিকে ডাকেন যা তোমাদের জীবিত করে।

28. সূরা জুমার 39:9
هَلْ يَسْتَوِى ٱلَّذِينَ يَعْلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে?

29. সূরা হাদীদ 57:16
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ ءَامَنُوٓا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ ٱللَّهِ
মুমিনদের জন্য কি সময় আসেনি যে, তাদের অন্তর আল্লাহর স্মরণে বিগলিত হবে?

30. সূরা তাগাবুন 64:11
وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ يَهْدِ قَلْبَهُۥ
যে আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার হৃদয়কে পথ দেখান।

31. সূরা আলে ইমরান 3:102
ٱتَّقُوا۟ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
আল্লাহকে ভয় করো যথাযথ ভয় দ্বারা, এবং মৃত্যুবরণ করো না ইসলাম গ্রহণ ছাড়া।

32. সূরা বাকারা 2:177
لَّيْسَ ٱلْبِرَّ أَن تُوَلُّوا۟ وُجُوهَكُمْ قِبَلَ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ
পুণ্য নয় কেবল পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানো, বরং পুণ্য হল অন্তরের ঈমান, দানশীলতা, ধৈর্য ও সত্যের উপর প্রতিষ্ঠা।

33. সূরা হুজুরাত 49:14
قَالَتِ ٱلْأَعْرَابُ ءَامَنَّا ۖ قُل لَّمْ تُؤْمِنُوا۟ وَلَـٰكِن قُولُوٓا۟ أَسْلَمْنَا
বেদুইনরা বললো, আমরা ঈমান এনেছি। বলো, তোমরা ঈমান করোনি, বরং বলো, আমরা ইসলাম গ্রহণ করেছি।

34. সূরা আন-নিসা 4:125
وَمَنۡ أَحۡسَنُ دِينٗا مِّمَّنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ
কাদের দ্বীন উত্তম, যারা আল্লাহর প্রতি নিজেদের সত্তা সমর্পণ করেছে এবং ইহসান অনুসরণ করেছে।

35. সূরা বাকারা 2:139
قُلْ أَتُحَاجُّونَنَا فِى ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ
বলো, তোমরা কি আমাদের সঙ্গে আল্লাহর বিষয়ে বিতর্ক করছ, অথচ তিনিই আমাদেরও রব, তোমাদেরও?

36. সূরা আল-ইমরান 3:29
قُلْ إِن تُخْفُوا۟ مَا فِى صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ ٱللَّهُ
বলো, তোমরা যা অন্তরে লুকাও বা প্রকাশ করো, আল্লাহ তা জানেন।

37. সূরা শুরা 42:20
مَن كَانَ يُرِيدُ حَرْثَ ٱلْآخِرَةِ نَزِدْ لَهُۥ فِى حَرْثِهِ
যে আখিরাতের ফসল কামনা করে, আমরা তার ফসল বৃদ্ধি করি।

38. সূরা তাওবা 9:20
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟
যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে।

39. সূরা আনফাল 8:2
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ
প্রকৃত মুমিন তারা, যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে।

40. সূরা আত-তাগাবুন 64:8
فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلنُّورِ ٱلَّذِىٓ أَنزَلْنَا
সুতরাং আল্লাহ ও তাঁর রাসূল এবং যে নূর (কুরআন) আমরা নাজিল করেছি, তাতে ঈমান আনো।

41. সূরা মুযাম্মিল 73:6
إِنَّ نَاشِئَةَ ٱلَّيْلِ هِىَ أَشَدُّ وَطْـًۭٔا وَأَقْوَمُ قِيلًا
নিশ্চয়ই রাত্রিকালীন অবস্থান হৃদয়ের জন্য গভীরতর এবং বাক্যের জন্য দৃঢ়তর।

42. সূরা আরাফ 7:205
وَٱذْكُر رَّبَّكَ فِى نَفْسِكَ تَضَرُّعًۭا وَخِيفَةًۭ وَدُونَ ٱلْجَهْرِ
নিজের মনে বিনীতভাবে ও ভয়ে ভয়ে এবং চুপিসারে তোমার প্রতিপালককে স্মরণ করো।

43. সূরা আল-কাহফ 18:28
وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
তুমি দৃষ্টিকে সেখান থেকে ফিরিয়ে নিও না যারা সকাল-সন্ধ্যায় তাদের রবের মুখাপেক্ষী হয়ে থাকে।

44. সূরা আল-মুল্ক 67:12
إِنَّ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ
যারা অদৃশ্যের প্রতি ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা।

45. সূরা হুজুরাত 49:2
لَا تَرْفَعُوٓا۟ أَصْوَٰتَكُمْ فَوْقَ صَوْتِ ٱلنَّبِىِّ
তোমরা নবীর কণ্ঠের উপর নিজের কণ্ঠ উচ্চ করো না।

46. সূরা কাহফ 18:63–64
فَٱرْتَدَّا عَلَىٰٓ ءَاثَارِهِمَا قَصَصًۭا
তারপর তারা তাদের পথ ধরে ফিরে গেল গল্প করতে করতে।

47. সূরা তাওবা 9:112
ٱلتَّـٰٓئِبُونَ ٱلْعَـٰبِدُونَ ٱلْحَـٰمِدُونَ ٱلسَّـٰٓئِحُونَ ٱلرَّ‌ٰكِعُونَ
তারা তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, ধ্যানে নিমগ্ন, রুকুকারী।

48. সূরা মাআরিজ 70:19–22
إِنَّ ٱلْإِنسَـٰنَ خُلِقَ هَلُوعًا
নিশ্চয়ই মানুষ সৃষ্টি হয়েছে অস্থিরভাবে।

49. সূরা নূর 24:37
رِجَالٌۭ لَّا تُلْهِيهِمْ تِجَـٰرَةٌۭ وَلَا بَيْعٌۭ عَن ذِكْرِ ٱللَّهِ
এমন কিছু মানুষ আছে, যাদের ব্যবসা ও লেনদেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না।

50. সূরা আ’লা 87:14–15
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ۝ وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
নিশ্চয়ই সে সফল, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং তার রবের নাম স্মরণ করে সালাত আদায় করেছে।

51. সূরা মায়েদা 5:54
يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ
আল্লাহ তাদের ভালোবাসেন, আর তারাও তাঁকে ভালোবাসে।

52. সূরা বাকারা 2:165
وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَشَدُّ حُبًّۭا لِّلَّهِ
যারা ঈমান এনেছে, তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখে।

53. সূরা আলে ইমরান 3:31
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ
বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো; আল্লাহ তোমাদের ভালোবাসবেন।

54. সূরা তাওবা 9:24
إِن كَانَ آبَآؤُكُمْ … أَحَبَّ إِلَيْكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ
যদি তোমাদের কাছে আল্লাহ ও তাঁর রাসূলের চেয়ে প্রিয় হয় অন্য কিছু, তবে অপেক্ষা করো।

55. সূরা ইয়াসিন 36:58
سَلَـٰمٌۭ قَوْلًۭا مِّن رَّبٍّۢ رَّحِيمٍۢ
(জান্নাতবাসীদের উদ্দেশে বলা হবে:) দয়াময়ের পক্ষ থেকে শান্তির বাণী।

56. সূরা হাদীদ 57:27
وَجَعَلْنَا فِى قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُۥ رَأْفَةًۭ وَرَحْمَةًۭ
যারা তার অনুসরণ করেছিল, তাদের অন্তরে আমি দয়া ও মমতা দান করেছিলাম।

57. সূরা ক্বাফ 50:33
مَّنْ خَشِىَ ٱلرَّحْمَـٰنَ بِٱلْغَيْبِ
যে গায়েব অবস্থায় দয়াময় প্রভুকে ভয় করে।

58. সূরা ইনসান 76:9
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَآءًۭ وَلَا شُكُورًا
আমরা তোমাদের খাওয়াই শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য; তোমাদের কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না।

59. সূরা আনফাল 8:70
إِن يَعْلَمِ ٱللَّهُ فِى قُلُوبِكُمْ خَيْرًۭا يُؤْتِكُمْ خَيْرًۭا
যদি আল্লাহ তোমাদের অন্তরে ভালো কিছু দেখতে পান, তিনি তোমাদের ভালোই দেবেন।

60. সূরা ফুরকান 25:63
وَعِبَادُ ٱلرَّحْمَـٰنِ ٱلَّذِينَ يَمْشُونَ عَلَى ٱلْأَرْضِ هَوْنًۭا
দয়াময়ের বান্দাগণ পৃথিবীতে বিনয়ভরে চলাফেরা করে।

61. সূরা শামস 91:9–10
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا ۝ وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
নিশ্চয়ই সে সফল, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর ব্যর্থ, যে তাকে কলুষিত করেছে।

62. সূরা নাজিয়াত 79:40–41
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
যে ভয় পায় তার প্রভুর অবস্থানকে এবং নিজ নফসকে প্রবৃত্তি থেকে নিবৃত রাখে, তারই আবাস জান্নাত।

63. সূরা কাহফ 18:28
وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
তুমি দৃষ্টি ফিরিয়ে নিও না তাদের থেকে যারা আল্লাহর চেহারার জন্য রত থাকে।

64. সূরা আন-নাজম 53:32
فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰ
নিজেদের প্রশংসা করো না; তিনিই ভালো জানেন কে পরহেজগার।

65. সূরা হাশর 59:19
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ نَسُوا۟ ٱللَّهَ فَأَنسَىٰهُمْ أَنفُسَهُمْ
তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন।

66. সূরা আরাফ 7:146
سَأَصْرِفُ عَنْ ءَايَـٰتِىَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ
আমি আমার নিদর্শন থেকে দূরে রাখি তাদের, যারা অহংকার করে।

67. সূরা সাদ 38:26
وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِ
প্রবৃত্তির অনুসরণ কোরো না; তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে।

68. সূরা ফুরকান 25:43
أَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَـٰهَهُۥ هَوَىٰهُ
তুমি কি দেখেছ, সে তার প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে ফেলেছে?

69. সূরা মারিয়াম 19:59
فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا۟ ٱلشَّهَوَٰتِ
পরে এমন এক দল এল, যারা সালাত উপেক্ষা করল এবং প্রবৃত্তিকে অনুসরণ করল।

70. সূরা বাকারা 2:286
وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا
আমাদের দয়া করো, ক্ষমা করো, তুমি আমাদের অভিভাবক — নফস ও বাতিলের বিরুদ্ধে আমাদের সাহায্য করো।

71. সূরা ইউনুস 10:62–63
أَلَآ إِنَّ أَوْلِيَآءَ ٱللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ
জেনে রাখো! আল্লাহর ওলীদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। তারা ঈমান এনেছে ও তাকওয়া অবলম্বন করেছে।

72. সূরা নূর 24:35
ٱللَّهُ نُورُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ
আল্লাহ আসমান ও জমিনের নূর।

73. সূরা হাদীদ 57:28
يَجْعَل لَّكُمْ نُورًۭا تَمْشُونَ بِهِ
তিনি তোমাদের জন্য এক নূর সৃষ্টি করবেন, যার আলোয় তোমরা চলবে।

74. সূরা তাকওির 81:19–21
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ
এটি সম্মানিত রসূলের বাণী, যিনি আরশের মালিকের সান্নিধ্যে শক্তিমান ও অবস্থাপন্ন।

75. সূরা ফাতাহ 48:29
مُّحَمَّدٌۭ رَّسُولُ ٱللَّهِ ۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ
মুহাম্মদ আল্লাহর রাসূল; আর তাঁর সঙ্গীরা কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মাঝে দয়ালু।

76. সূরা তাহা 20:132
وَأْمُرْ أَهْلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصْطَبِرْ عَلَيْهَا
তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও তা অবিচলভাবে পালন করো।

77. সূরা আল-হিজর 15:45–47
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍۢ وَعُيُونٍ
ٱدْخُلُوهَا بِسَلَـٰمٍ ءَامِنِينَ
পরহেজগাররা জান্নাতে থাকবে শান্তিপূর্ণভাবে।

78. সূরা বায়্যিনাহ 98:7–8
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أُو۟لَـٰٓئِكَ هُمْ خَيْرُ ٱلْبَرِيَّةِ
যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির মধ্যে সর্বোত্তম।

79. সূরা মুজাদালাহ 58:22
أُو۟لَـٰٓئِكَ كَتَبَ فِى قُلُوبِهِمُ ٱلْإِيمَـٰنَ وَأَيَّدَهُم بِرُوحٍۢ مِّنْهُ
তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে তাঁর পক্ষ থেকে এক রূহ দ্বারা শক্তিশালী করেছেন।

80. সূরা আস-সাফ 61:6
يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُم
হে বনী ইসরাইল! আমি তোমাদের নিকট আল্লাহর রসূল।

81. সূরা ফজর 89:27–30
يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ ۝ ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ ۝ فَٱدْخُلِى فِى عِبَـٰدِى ۝ وَٱدْخُلِى جَنَّتِى
হে শান্ত আত্মা! তোমার রবের দিকে ফিরে এসো, সন্তুষ্ট ও সন্তুষ্টিপ্রাপ্ত অবস্থায়।

82. সূরা আল কাহফ 18:110
فَمَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ رَبِّهِۦ فَلْيَعْمَلْ عَمَلًۭا صَـٰلِحًۭا
যারা তাদের প্রভুর সাক্ষাৎ কামনা করে, তারা যেন সৎকর্ম করে।

83. সূরা ইনশিকাক 84:6
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَـٰقِيهِ
হে মানুষ! তুমি তোমার প্রভুর দিকে কঠোর প্রচেষ্টায় অগ্রসর হচ্ছ — এবং তাকে অবশ্যই সাক্ষাৎ করবে।

84. সূরা বাকারাহ 2:156
إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ
আমরা তো আল্লাহর, আর তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।

85. সূরা আলে ইমরান 3:185
كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ
প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।

86. সূরা তাহা 20:14
إِنَّنِىٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّآ أَنَاۥ فَٱعْبُدْنِى
নিশ্চয়ই আমিই আল্লাহ; আমার ছাড়া কোনো উপাস্য নেই; সুতরাং আমার ইবাদত করো।

87. সূরা মারিয়াম 19:93
إِن كُلُّ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ إِلَّآ ءَاتِى ٱلرَّحْمَـٰنِ عَبْدًۭا
আসমান ও জমিনে যা কিছু আছে, তা একদিন দয়াময়ের দরবারে বান্দা হয়ে আসবে।

88. সূরা নূর 24:42
وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ
আসমান ও জমিনের মালিক একমাত্র আল্লাহ, এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন।

89. সূরা কাহফ 18:45
وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ مُّقْتَدِرًۭا
আল্লাহ সব কিছুর উপরই সর্বশক্তিমান।

90. সূরা জুমার 39:42
ٱللَّهُ يَتَوَفَّى ٱلْأَنفُسَ حِينَ مَوْتِهَا وَٱلَّتِى لَمْ تَمُتْ فِى مَنَامِهَا
আল্লাহ মৃত্যু কালে আত্মাকে কবজ করেন এবং যারা মরেনি তাদের ঘুমের সময়।

91. সূরা আলে ইমরান 3:18
شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ
আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিয়েছেন যে, তিনি ছাড়া কোনো উপাস্য নেই।

92. সূরা মুহাম্মদ 47:19
فَٱعْلَمْ أَنَّهُۥ لَآ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ
জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।

93. সূরা ত্বাহা 20:8
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ لَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তাঁরই জন্য রয়েছে সুন্দর নামসমূহ।

94. সূরা হাশর 59:22–24
هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ … ٱلْمَلِكُ ٱلْقُدُّوسُ ٱلسَّلَـٰمُ …
তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই; তিনি মালিক, পবিত্র, শান্তি…

95. সূরা বাকারাহ 2:255 – আয়াতুল কুরসি
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি চিরঞ্জীব ও সর্বপোষক।

96. সূরা ইখলাস 112:1–4
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ۝ ٱللَّهُ ٱلصَّمَدُ ۝ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۝ وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
বল, তিনিই আল্লাহ, একমাত্র। তিনি অমুখাপেক্ষী। তাঁর কোনো সন্তান নেই, তিনি জন্মগ্রহণও করেননি।

97. সূরা হজ 22:6
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ
এটাই এজন্য যে আল্লাহই হলেন পরম সত্য।

98. সূরা নাহল 16:22
إِلَـٰهُكُمْ إِلَـٰهٌۭ وَٰحِدٌۭ ۖ فَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌۭ
তোমাদের উপাস্য একমাত্র উপাস্য; যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের হৃদয় অস্বীকার করে।

99. সূরা বাকারাহ 2:2
ذَٰلِكَ ٱلْكِتَـٰبُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًۭى لِّلْمُتَّقِينَ
এ কিতাব, এতে কোনো সন্দেহ নেই — এটি মুত্তাকীদের জন্য পথনির্দেশ।

100. সূরা আনআম 6:103
لَا تُدْرِكُهُ ٱلْأَبْصَـٰرُ وَهُوَ يُدْرِكُ ٱلْأَبْصَـٰرَ
দৃষ্টিসমূহ তাঁকে ধারণ করতে পারে না; কিন্তু তিনিই সব দৃষ্টিকে ধারণ করেন।

আপন খবর একটি সুফি সেবামূলক প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম।

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর - Apon Khobor