লাবিব মাহফুজ
গুরু সত্য, ভব মাঝে
সত্য ভক্ত প্রেমধারী
গুরু রূপে ডুবে দেখো
সদা সত্য অবতারী।
সৃজিয়ে ধরা, ভক্তের কারণে
হইলে দীপ্তিমান, ভক্তের হৃদাসনে
তাইতে ভক্ত জীব, হৃদয়ে জ্বেলে প্রদীপ
গুরু রূপে ঘুরে জগৎ ভরি।
ষড়দল পদ্ম মাঝে চিরন্তন এক আসন লয়ে
হইলে রূপময়, প্রেম ছোঁয়া পেয়ে
ভক্তের দ্বারে দ্বারে, ঘুরে সদা জগৎ ভরে
নিত্য সুন্দর জগৎ দেহ, সত্যময় সে রূপধারী।
ভক্তের লাগি বনে বনে, পর্বতও সাগরে
প্রেম ডঙ্কা বাজিয়ে গোসাই, ঘুরে জগৎ ভরে।
অধম লাবিব কয় সে, প্রেমও আশে
মন থাকে যেন সদায় মগন, ধ্যানে তাহারি।
রচনাকাল – 06/11/2013