সংকলন – লাবিব মাহফুজ চিশতী
এশকে মাওলা চিশতীয়া দরবার শরীফ এর মহান মুর্শিদ কেবলা হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী এর কিছু মূল্যাবন বাণী একত্রিত করে পোষ্টটি করা হলো। সুফি ভাবনার কাগজ আপন খবর এ মুর্শিদ কেবলা বিভিন্ন সময়ে বাণীগুলো প্রদান করেন।
১. চিরমুক্তি পাবি যদি মনরে, কায়মনে তুই মানুষ হ।
২. আপন সত্ত্বায় সেই পরম সুন্দরকে যেদিন তুমি জাগিয়ে তুলতে পারবে, সেদিন তুমি ইনসান হবে।
৩. গুরুপ্রেমে সর্বত্যাগী হও, এমনকি ত্যাগ করো নিজের অস্তিত্বকেও। তবেই তুমি হবে আত্মজয়ী তথা সর্বজয়ী।
৪. যদি মানব সুরতকে চির কায়েম রাখতে চাও, তবেই গুরুর স্বভাবে স্বভাবিত হও।
৫. মানুষ হওয়াটাই মানুষের সাধনার একমাত্র লক্ষ্য। এ লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন একজন পূর্ণ মানুষ পরিপূর্ণ আত্মসমর্পন।
৬. মুর্শিদই তোমার সকল পথের শুরু এবং শেষ। অতএব নিজেকে সদা তার পানে ধাবিত করো।
৭. আর একটি মানব জনম তুমি নাও পেতে পারো। যদি পারো এ অমূল্য জীবনটা মহাজীবনের পূর্ণতা দাও।
৮. পথ আমি নই। পথের শেষে গন্তব্যটাই আমি। হে পথিক, ভিন্ন ভিন্ন পথে আমাকে খুঁজে ফিরো বলে, বিচিত্র রূপে আমাকে দেখতে পাও বলে, আমি ভিন্ন কিংবা বিচিত্র নই। আমি অভিন্ন এক অখন্ড সত্ত্বা।
৯. যা তোমার আপন স্বভাবে অনুপস্থিত যে বিষয়ে অপরকে উপদেশ দিও না।
১০. নফসানিয়াতের খায়েশ হতে মুক্ত না হওয়া পর্যন্ত চেতনার আরশীতে তোমাকে তুমি কখনোই দেখতে পাবে না।
সংকলন – লাবিব মাহফুজ চিশতী