লাবিব মাহফুজ
দয়াল তোমায় পাইবার আশে
জিবন যৌবন সব ত্যাজিলাম,
হারাইলাম কুল ভালোবেসে।
জানি দয়াল ও রূপ তোমার, নিত্যধামে সদায় প্রচার
চিন্ময় প্রেমের পূজাঞ্জলী, পাইতে ধরায় যে এসেছে।
আমি সে রূপ হেরী আঁখিপাতে, হলাম কাঙাল ত্রিজগতে
অনাদী ঐ রূপের নেশায়, পথের ধারে আছি বসে।
দয়াল তোমার চরণ তলে, পড়ে আছি সকল ভুলে
ঐ চরণ বিনা অন্য যেনো, মন দরজায় নাহি আসে।
আমি শুধু যেনো ভাবি তোমায়, দুনয়নে দেখি সদায়
চরণের দাস লাবিবেরে বেধে রেখ মরণ পাশে।
রচনাকাল – 30/12/2018