লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. ইলমে ইলাহীর অধিকারী ব্যক্তি ব্যতিত আল কোরানের রহস্যজ্ঞান উদ্ঘাটন করা অন্য কারো পক্ষে সম্ভব নয়।
2. কেবলা হারানো আত্মাগুলো পশু হয়ে ত্রিমাত্রিক নিন্ম জগতে অবস্থান করে। আর কেবলা প্রাপ্ত ব্যক্তিদের বাস চতূর্থ আসমানের ইনছানিয়াতের দেশে।
3. এমনি সর্বগ্রাসী সে সত্ত্বা; বিন্দুমাত্র অবশিষ্ট থাকতেও ধরা দেয় না।
4. আল্লাহর কালাম যতকাল তোমার মুখে থাকবে ততকাল তুমি কামিয়াব। অতএব, যত্নের সাথে কালামকে রক্ষা করো।
5. মানব সুরতে আল্লাহর সুরত প্রতিষ্ঠিত হলেই মানুষ মৃতুঞ্জয়ী হয়।
6. আদব নম্রতা ও তমিজ তাজিমের অধিকারী হলেই একটা মানুষ ধীরে ধীরে জান্নাতী মানুষে পরিণত হয়।
7. একাগ্র চিত্তে যে গুরু চরণে মনকে নিবিষ্ট করে রাখে, সেই গুরুতে গোবিন্দ লাভ করে।
8. গুরুর ধ্যান দিদারে মশগুল থাকা ভক্তটির চিত্তে নিয়ত প্রজ্জলিত হয় খোদায়ী নূর, যা দ্বারা সে অন্যদেরও আলোকিত করে থাকে।
9. মায়ার চোখে গুরু ধরা দেয় না। গুরুকে দেখতে হলে চাই এশকের চোখ।
10. আশেকের আশেকী হাল ও জজবার মধ্যে এমন মাহাত্ম্য নিহিত, যা আবেদের ধারণাও বাইরে।
লেখক – লাবিব মাহফুজ চিশতী