সংগীত – মুক্তির মূলমন্ত্র দয়াল শরণ

লাবিব মাহফুজ

মুক্তির মুলমন্ত্র দয়াল শরন
শ্রী চরণ বিনে নাই পাড়ের কারণ।

অন্তর রাজ্যে বসে মায়া বিরহীনী
ধুকে ধুকে জ্বালে সদা অনল দাহীনি।
ধোঁয়া বিহিন সে অনলে, নাছুত দেশে জীবে জ্বলে
মুক্তি পথের সহায় শুধু দয়াল রূপও ধ্যান।

জগতের আসক্তি আনে বন্ধনও জ্বালা
মায়ারূপ শৃঙ্খল তোমায় করিবে উতলা।
ঐ নরক জ্বালা হতে, চাও যদি মুক্তি পেতে
সকল ত্যাজিয়া ধরো শ্রী গুরু চরণ।

রচনাকাল – 30/10/2018

আপন খবর