লেখক – লাবিব মাহফুজ চিশতী
তুমি তালাশ করো কারে রে মন
আল্লা রাসুল উভয় মশগুল, এইনা মাটির ঘরে।
লা ইলাহা ইল্লা আল্লা, হু তে জমা সাঁই নিরালা
গঞ্জমুখফি পুশিদার গোলা, অজুদের ভিতরে
চেহেলতনে আহাদ প্রকাশ, দেখো নজর করে
ও সে এমকানী এক সুরত লইয়া, ত্রিজগতে ঘুরে।
পঞ্চ কোরান তনে তনে, প্রকাশ তাহার ত্রিভূবনে
হাহুতে হু এর সনে, মিলন নুরুন আলা নূরে
আল্লা মোহাম্মদ আদম, প্রকাশ বারে বারে
অধম লাবিব বলে সকল পাবি, দেহ মসজিদ কাবা ঘরে।
রচনাকাল – 03/05/2025
লেখক – লাবিব মাহফুজ চিশতী