লাবিব মাহফুজ
জাগো হোসাঈন সেনা জাগো, ফোরাতের কূলে
শিরেতে আমামা, খঞ্জর খুন রাঙ্গা –
কন্ঠে ত্যাগের স্লোগানে, দু বাহু তুলে!
জাগো হোসাঈন সেনা জাগো ফোরাতের কূলে।
আত্মার বলিদান, দিতে যে এবার বীর
সীমারের ছোড়াতে, লোহুনীরে ভাসে শীর!
হোসাঈন সম আজ, সাজিও জিহাদ সাজ
ত্যাগের চেতনা ধরো হৃদয় মূলে।
শোকের মর্সিয়া গীত গেয়ো নাকো আর
নিজে হও ত্যাগী আজ সেনা কারবালার!
অনন্ত যে সুর খানি, উঠে ফোরাত কূলে রণরণি
তাহারি ঝংকার শুনো হৃদি শতদলে।
রচনাকাল – 17/10/2018