লেখক – লাবিব মাহফুজ চিশতী
খুঁজলে তাঁরে যায় না পাওয়া, খোঁজাখুঁজি অকারণ
ফুলে যেমন গন্ধ থাকে, মানুষে রয় নিরাঞ্জন।
আলিফ লাম মীম তিনেরী ঘরে
আপন রূহ যতন করে দেয় দেখ ফৎকারে।
স্বয়ং খোদা মানবরূপ ধরে, মানুষে হয় প্রকাশন।
ফুলের অঙ্গ জুড়ে গন্ধ যেমন রয়
রূপ হইতে গুণের প্রকাশ, ধরায় সমুদয়।
সাতে পাঁচে তেমনি খোদায়, মানব রূপে বর্তমান।
গঞ্জজাতে ছিল খোদার নূর
মানব রূপ নজুলে এসে হইল মামুর।
লাবিব বলে নূর আলা নূর, খুলে দেখ ত্রিনয়ন।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল ১০|০৯|২০২৫ খ্রি.
