লাবিব মাহফুজ
আমি চাই শুধু গো দয়াল তোমারে
বিষয় মায়া মোহ ছাড়ি
অনিত্য ধরা পরিহারি
সদায় যেনো থাকি দয়াল – শ্রী চরণে পড়ে।
দয়াল, ত্যাজিয়া আমার যতো আপনার ধন
তব রাঙা শ্রীচরণে লইয়াছি শরণ!
আমার জীবনে মরণে, যেনো থাকি তব শরণে
তব শ্রীরূপও কাননে মোরে, রেখ তাবেদারে।
দয়াল, তারে ত্যাজিবে কি করে গো যেজন তোমার
দাস হয়ে চরণে যে রহে অনিবার।
যতই হই অভাজন, করো কৃপা বরিষণ
হয়ে পতিত পাবন, পার করো লাবিবেরে।
রচনাকাল – 05/01/2021