লেখক – লাবিব মাহফুজ চিশতী
ঐযে ভাঙন নদী ভাঙ্গিছে কূল, কোনদিনে ঘটে দূর্দশা
ডুবছে বেলা সাঝের কূলে, ভাঙলো বলে কূলের বাসা!
আমি না বুঝিয়া স্রোতের আড়ি, বাঁধলাম তরী, ঘূর্ণিপাকে –
এবার উল্টা ধারে, জলের তোড়ে, বাঁধন ছিড়ে দেহের বাঁকে!
মাঝি যারা হাল ছাড়িয়া, করলো মোরে কূলও নাশা!
সঙ্গের সাথী ছিলো যারা, গেলো তারা, আমায় ফেলে
নদীর ভাঙন বাঁকে, দূর্বিপাকে, ভাসি শুধু নয়ন জলে।
কবে আসবে তরী, কূল বিহারী, সাত সালতীর নিত্য ভাসা!
যেতে হবে এ কূল ছেড়ে, অন্য ঘরে, তটিনি সংসার
জানিনা কোন কূলের ধারে, পরপারে, জাগবে নতুন চর!
লাবিব বলে, কূল অকূলে, পতিতপাবন শেষ ভরসা।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – ১৩|০৯|২০২৫ খ্রি.
