লাবিব মাহফুজ
ওরে আমার অচিন দেশের অচিন বন্ধুরে
রবে আমায় আর কতদিন ভূলে,
আমি একাকীনি কূলমান হারারে বন্ধু
আছি সংসারও জঞ্জালে!
মায়ামোহে হইয়া বন্দীরে বন্ধু সংসারও দরিয়ায়,
আমায় দংশিলো রে বিষম বিষে প্রাণও বুঝি যায়।
আমার বেলা বুঝি ডুবলো এবার, আধার নিশির তলে।
দুই দিনের এই সাধের বাজার আমার ভাঙলো বেলা শেষে,
আমার শক্তি সম্পদ সকল নিলো মায়া অশিবিষে।
আমার শমন যে নিকটে এলো, ডাকে মহাকালে।
রূপে রসে হইয়া মত্ত রে বন্ধু করছি কত হেলা,
হেলাতে সব হারাইলাম আমার ডুবলো আয়ুবেলা।
কাঙাল লাবিবেরে নাওগো এবার, রূপ কাঠের নায় তুলে।
রচনাকাল – 28/08/2023